নারায়ণগঞ্জে গণধর্ষণের পর হত্যা, আটক ২

নারায়ণগঞ্জে গণধর্ষণের পর এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করেছে তিন ব্যক্তি। গতকাল বুধবার একটি বাড়ির চালের ওপর থেকে ওই তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হাসিদা আক্তার জ্যোৎস্না নামের ওই তরুণী স্থানীয় সানোয়ারের সঙ্গে অর্থলগ্নির ব্যবসা করতেন। গতকাল সানোয়ার ওই তরুণীকে স্থানীয় রজব আলীর বাড়ির একটি ফাঁকা ঘরে নিয়ে যান। বাড়িটিতে পোশাককর্মীরা ভাড়া থাকেন। সেখানে সানোয়ার, রাজন ও নুরুজ্জামান জ্যোৎস্নাকে গণধর্ষণ করে। পরে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তারা জোৎস্নাকে হত্যা করে। এরপর লাশটি পাশের একটি স্থানে পুঁতে রাখার চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হয়ে লাশটির শরীরে ঝুটের কাপড় দিয়ে পেঁচিয়ে বস্তায় ভরে বাড়ির চালের ওপর রেখে দেয়।
পুলিশ রাতেই সানোয়ার ও রাজনকে গ্রেপ্তার করেছে। তবে আরেক অভিযুক্ত নুরুজ্জামান পলাতক।
জ্যোৎস্নার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত জ্যোৎস্নার ভাতিজা মেহেদী হাসান এনটিভি অনলাইনকে জানান, গতকাল বুধবার দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকার বাড়ি থেকে তাঁর ফুফু জ্যোৎস্না সমবায় সমিতির সুদের টাকা তোলার জন্য কোতোয়ালের বাগ এলাকায় সানোয়ারের বাড়িতে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি তিনি।