চাঁপাইনবাবগঞ্জে নব্য জেএমবির সদস্য সন্দেহে দুজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকা থেকে নব্য জেএমবির সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকা থেকে নব্য জেএমবির সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে মনাকষা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় শিবগঞ্জ উপজেলার শিবনগর আব্বাস বাজার গ্রামের রুহুল আমিন (৫৫) ও গোমস্তাপুর উপজেলার রহমতপাড়ার আল আমিনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তারা দুজনই নব্য জেএমবির সদস্য।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া রুহুল আমিন শিবনগর গ্রামে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্টে নিহত রফিকুল আলম আবুর শ্বশুর। ওই ঘটনায় শিবগঞ্জ থানায় হওয়া মামলার আসামি ছিলেন তিনি। আর আল আমিন ২০১২ সালে নাচোলে জেএমবি সদস্য সালমান হত্যার এজাহারভুক্ত পলাতক আসামি।