সমালোচনা হতে পারে, তবে দায়িত্বশীল হতে হবে

বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগ নিয়েও সমালোচনা হতে পারে। তবে অবশ্যই এ ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে।
আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিচার বিভাগের ডিজিটালাইজেশন শীর্ষক' দিনব্যাপী কর্মশালায় এ আহ্বান জানান প্রধান বিচরপতি। তিনি বলেন, যে পদ্ধতিতে বর্তমান বিচার ব্যবস্থা চলছে, তাতে সময় এসেছে একে পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসার।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ক্ষমতার ভারসাম্যের জন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার পুর্নবিবেচনার দরকার।
কর্মশালায় অন্য এক বক্তা বলেন, ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হলে বিচার বিভাগকে ডিজিটালাইজেশনের বাইরে রেখে তা সম্ভব নয়। দেশের ৬৪ জেলার ম্যাজিস্ট্রেট কোর্টের একটিতেও আইটি কর্মকর্তা না থাকায় বিস্ময় প্রকাশ করেন অনেক বক্তা। অবিলম্বে এসব বিষয়ে গুরুত্ব দেওয়ারও আহ্বানও জানানা তাঁরা।