মুন্সীগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

হরতাল-অবরোধে মহাসড়কে গাড়ি ভাঙচুর করার মামলায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা জামায়াতের সাবেক আমির আমীর মোল্লাকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার দানিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এনটিভি অনলাইনকে জানান, ২০ দলের চলমান হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বেশ কয়েকটি যাত্রীবোঝাই বাসে ভাঙচুর তাণ্ডব চালানো হয়। এ ব্যাপারে থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আমীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।