রূপগঞ্জে অস্ত্র কেনাবেচার সময় আটক ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার বিকেলে অস্ত্রসহ আটক দুই ব্যক্তি। ছবি: এনটিভি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ স্কুলের সামনে থেকে অস্ত্র কেনাবেচার সময় তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার হয়।
আটক ব্যক্তিরা হলেন, মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার আমির হামজা (২০) ও একই এলাকার মো. হামিম(২৪)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র ক্রয়-বিক্রয়ের করার সময় তাদের দুইজনকে আটক করা হয়েছে। আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।
অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।