‘বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৩০ জন আটক’

চাঁপাইনবাবগঞ্জ পৌর শহর থেকে ৩০ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের একটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির অফিস থেকে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৩০ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
আজ বুধবার বিকেল ৪টার দিকে পৌর শহরে আরামবাগ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিকেলে শহরের আরামবাগ এলাকার আপনজন মার্কেটিংয়ের অফিসে অভিযান চালায়। সেখান থেকে ৩০ জনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আটককৃতদের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের ব্যাপারে আরো খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহম্মেদ জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।