অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে আটক ৩

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে একজন ভারতীয় ও দুজন বাংলাদেশি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ শনিবার দুপুরে তাঁদের আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এঁরা হলেন নওগাঁর নেয়ামতপুর উপজেলা সদরের পার্বতী রানী (৪২), চাঁপাইনবাবগঞ্জ সদরের শংকর চৌধুরী (৪৫) এবং ভারতের মালদহের শাহাপুর এলাকার রাজেশ চৌধুরী (২৫)।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার আবদুল জোব্বার জানান, দুপুর ১টার দিকে আটককৃতরা ভারত থেকে অবৈধভাবে হিলি চেকপোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় সীমান্তের বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
আটক দুই বাংলাদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর ভারতীয় নাগরিককে তাঁর দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কাছে ফেরত দেওয়া হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।