ফখরুলের জামিন বিষয়ে আদেশ ৮ জুলাই

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না, সে বিষয়ে ৮ জুলাই আদেশ দেবেন আপিল বিভাগ। একই সঙ্গে এ সময়ের মধ্যে বিএনপি নেতার শারীরিক অবস্থার বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
urgentPhoto
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আদেশের এই দিন নির্ধারণ করেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত বৃহস্পতিবার আপিল বিভাগে মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা তিনটি আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ।
শুনানিতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘যেহেতু পূর্বের তিনটি বেইলে (জামিন) সরকারের আপত্তি থাকা সত্ত্বেও তাঁকে মেডিকেল গ্রাউন্ডে বেইল দেওয়া হয়েছে এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থায় এবারও আমরা জামিন পাব।’
মামলার বিবরণে জানা যায়, নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে গত ৪ ও ৬ জানুয়ারি পল্টন থানায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় গত ২১ জুন হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে জামিন দেন।