ঝালকাঠিতে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

পুরোনো ছবি
ঝালকাঠি সদর উপজেলার খাদৈক্ষীরা গ্রামে বজ্রাঘাতে জাকির হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জমিতে কাজ করতে গিয়ে মারা যান তিনি।
সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল হান্নান স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ দুপুরে বাড়ির পাশের ক্ষেতে আমনের বীজতলা তৈরির কাজ করছিলেন জাকির হোসেন। পরে আবহাওয়া বিরূপ হয়ে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।