এএসপি মিজানুরকে হত্যা করা হয়েছে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সাভার হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদারকে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ঈদ উপলক্ষে মার্কেটগুলোর নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন পুলিশপ্রধান।
বুধবার দুপুরে সাভারের বিরুলিয়ার বেড়িবাঁধ এলাকার জঙ্গলে উদ্ধার হয় সাভার হাইওয়ে সার্কেলের এএসপি মিজানুরের লাশ। স্থানীয় পুলিশ লাশ দেখেই বলেছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে জঙ্গলে ফেলে গেছে। তবে কারা এই হত্যার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে মিজানুরের লাশ ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ বলছে, তাঁর দেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রদীপ বিশ্বাস বলেন, ‘ময়নাতদন্ত করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আমি অনেকগুলা জখম পাই।’
‘কোনো ভারী জিনিস দিয়ে যদি আঘাত করা হয়, তাহলে সাধারণত এ ধরনের জখমগুলো পাওয়া যায়।’
আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘এখন আমাদের মামলা হইছে, তদন্ত হচ্ছে। তদন্ত হইলে বোঝা যাবে, পিছনে কী কারণ, কারা করছে।’
‘নিঃসন্দেহে এটা হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের কারণ কী, কারা করছে, এটা তদন্ত করে বের করা যাবে।’
এর আগে গুলশান এলাকায় ঈদের সার্বিক নিরাপত্তা ও মার্কেট পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশপ্রধান। এ সময় তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।