বাসের চাপায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিহত

দিনাজপুর শহরের বটতলীতে বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে লোকজন সড়ক অবরোধ করে এক ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জানান, আজ সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কের বটতলীতে ইউনাইটেড নামের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী আবদুস সামাদ আহত হন। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটিকে আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছেন।
নিহত আবদুস সামাদের বাড়ি নীলফামারীর চাঁদগঞ্জ গ্রামে। তিনি দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি ১-এ মিটার রিপেয়ার সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।