ফরিদপুরে পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত

ফরিদপুরে মধুখালী উপজেলার মাঝকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আজ সোমবার সকালে একটি ছোট পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ড-৫৪০৬) উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর রায়নগরের হাসান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩২) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের মৃত রামদন্দ্র মাঝির ছেলে সুনীল মাঝি (৩৭)। তাঁদের লাশ কানাইপুর হাইওয়ে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কানাইপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ মাঝকান্দি নামক স্থানে পৌঁছালে সেটি উল্টে খাদে পড়ে যায়। এতে পিকআপে থাকা দুই ব্যক্তি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত দুজন খুলনার ফুলতলা উপজেলার একটি প্লেনশিট মিলের শ্রমিক বলে জানা গেছে।