খুলনায় ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত

খুলনা শহরে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের বাইপাস রোডে এই ঘটনা ঘটে।
নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম কমল কৃষ্ণ পাল (২৮)। তাঁর বাড়ি বাইপাস রোডের পালপাড়ায়।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলম জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে কমল কৃষ্ণ পাল দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।