জামালপুরে তরুণকে পিটিয়ে হত্যা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক তরুণকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ বুধবার দুপুর ১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার জুলাপাড়ায় এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুবেল মাহমুদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, জুলাপাড়ার ছালাম মিয়ার সঙ্গে একই গ্রামের লস্কর আলী ও মতলেব আলীর জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলাও চলছে। আজ দুপুরে ছালাম মিয়ার ছেলে আবু সালেক (১৮) মাঠ থেকে নিজেদের গরু নিয়ে বাড়িতে আসছিলেন। এ সময় লস্কর আলীর লোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সালেককে রাস্তার ওপর পিটিয়ে হত্যা করা হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।