রাজধানীতে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

রাজধানীতে ছুরিকাঘাতে মো. জালাল (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
ওই যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বিকেল ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, জালালকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তানিয়া নামের এক তরুণী। তাঁর (জালাল) পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
এসআইয়ের ভাষ্য, ওই তরুণী পুলিশকে জানান, তাঁরা রাস্তায় রাস্তায় থাকেন। টোকাই হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তবে কোথায় জালালকে হত্যা করা হয়েছে, তা স্পষ্ট করে বলেননি তানিয়া। একবার তিনি বলছেন ওয়ারীর পানির ট্যাংক, আবার বলছেন দোলাইরপাড়।
এসআই বাচ্চু বলেন, ‘আসলে ঘটনাস্থলটি কোথায়, কারা তাঁকে হত্যা করেছে, আমরা বের করার চেষ্টা করছি।’
জালালের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।