খুলনায় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

খুলনার বিএল কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ ফয়সাল শিপলু মোল্লা হত্যার প্রতিবাদে খুলনার দৌলতপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
আজ শনিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। যশোর রোডে বিএল কলেজ মোড় থেকে মুহসীন স্কুল মোড় পর্যন্ত দীর্ঘ এই মানববন্ধনে এলাকার বিএনপি, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সব বয়সের নারী-পুরুষ অংশ নেন।
শিল্পপতি শেখ মজনুর সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ সৈয়দ আলী, শেখ আবদুল মান্নান, ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন মোল্লাসহ অন্য নেতারা।
মানববন্ধনে ছাত্রদল নেতা আবদুল্লাহ ফয়সালের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয় ।
গত ২১ জুন রাতে দৌলতপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা আবদুল্লাহ ফয়সালকে কুপিয়ে হত্যা করে।