নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, চিকিৎসক আটক
নিজের বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করেছেন ওই চিকিৎসক।
আজ শনিবার বিকেলে জামালপুর শহরের বজ্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম ফাতেমা জামান (৬৫)। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফাতেমার ছেলে ডা. ফয়সাল ইবনে পলাশকে (৩০) আটক করেছে। ফয়সাল স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার দিকে শহরের বজ্রাপুর এলাকায় নিজ বাসার ভেতরে ডা. ফয়সাল ইবনে পলাশ নিজের মা ফাতেমাকে কুপিয়ে হত্যা করেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাতেমা জামানের মৃতদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ফাতেমা জামানের মেয়ের স্বামী সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ জানিয়েছেন, তাঁর শ্বশুর সাইদুর রহমান অনেক আগেই মারা গেছেন। শ্বশুর দুই মেয়ে ও দুই ছেলে রেখে যান। দুটি মেয়েরই বিয়ে হয়ে গেছে।
হারুনুর রশিদ আরো জানান, নিহত ফাতেমা জামানের দুই ছেলে। বড় ছেলে রাজা মানসিক ভারসাম্যহীন। আর ছোট ছেলে ডা. ফয়সাল মাদকাসক্ত ছিলেন। প্রায়ই নেশার জন্য তাঁর মায়ের কাছে টাকা-পয়সা চাইতেন। আজ বিকেলে ঘটনার সময় বাসায় আর কেউ ছিল না। তিনি অভিযোগ করেন, নেশার টাকা না পেয়ে এই ঘটনা ঘটাতে পারেন ফয়সাল।