ফেনীতে একরাম হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সোহেল কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল (৩৪) ওই এলাকার জাফর উল্লার ছেলে। সে এলাকায় ‘রুটি সোহেল’ নামে পরিচিত।
আজ সকালে র্যাব-৭ ফেনী সিপিসি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম দাবি করেন, আজ ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের টহল দল সেখানে পৌঁছায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সোহেল নিহত হয়।
র্যাব কর্মকর্তা আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
র্যাব জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাসহ ছয়/সাতটি মামলা রয়েছে।