কেক কেটে কুড়িগ্রামে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কাটা, আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে কুড়িগ্রামে এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জুর সভাপতিত্ব করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রামের সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান, জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এস এম ছানালাল বকসী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
আলোচনা সভা শেষে এনটিভির জন্মদিনের কেক কাটেন অতিথিরা।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।