খুলনায় এনটিভির বর্ষপূর্তি পালিত

আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনায় এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালক শেখ সোহেল, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, খুলনা প্রেসক্লাব নেতারাসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। পরে অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন এনটিভির খুলনা ব্যুরোপ্রধান মুহাম্মদ আবু তৈয়ব।
অনুষ্ঠানে আরো উপস্থিত খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সদর থানা আওয়ামী লীগ সভাপতি ও নৌপরিবহন মালিক সমিতির মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম হাবীব, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শেখ দিদারুল আলম, দৈনিক সময়ের খবরের সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, সময় টিভির খুলনা ব্যুরোপ্রধান তরিকুল ইসলাম, দৈনিক যুগান্তর খুলনা ব্যুরোপ্রধান মোস্তফা কামাল, এনটিভি দর্শক ফোরাম সভাপতি হুমায়ুন কবীর বাবুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবউদ্দিন পান্নু, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেয়ামুল হোসেন কচি, বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও নেতারা। পরে অতিথিদের সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।