ফখরুলের জামিন বিষয়ে আদেশ দেননি সুপ্রিমকোর্ট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/08/photo-1436340140.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় তাঁর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আদেশ দেওয়া হয়নি। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আসার পরই আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ কথা জানান। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, ‘প্রতিবেদন এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। তাই এ বিষয়ে আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করা হোক।’ এরপর আদালত দুই পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে এ বিষয়ে প্রতিবেদন এলেই আদেশ দেওয়া হবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলাম এবং আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
এর আগে গত ৫ জুলাই রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য রাখা হয়।
মামলার বিবরণে জানা যায়, নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে গত ৪ ও ৬ জানুয়ারি পল্টন থানায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় গত ২১ জুন হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে জামিন দেন।
এরপর ২৬ জুন হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। ওই দিন চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আদালত আজ ৮ জুলাই দিন ধার্য রাখেন।