সুনামগঞ্জের হাওরে কোনা জাল পুড়িয়ে ধ্বংস

সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর থেকে আটক কোনা জাল আজ বুধবার পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি : এনটিভি
সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে অবৈধ পোনা মাছ নিধনকারীদের ধরতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ হাজার মিটারের পাঁচটি কোনা জাল আটক করে পেট্রল ঢেলে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বুধবার বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন আহমদ ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাসের নেতৃত্বে আলাদাভাবে দেখার হাওরে এ অভিযান চালানো হয়। টের পেয়ে অবৈধভাবে মৎস্য নিধনকারীরা পালিয়ে গেলে কোনা জালগুলো আটক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়ধর কাজী, মৎস্য কার্যালয়ের ফিল্ড অ্যাসিসট্যান্ট মো. আবুল এরফান প্রমুখ। পরে দুপুর ১২টায় সবার উপস্থিতিতে জালগুলো পেট্রল ঢেলে পুড়িয়ে ধ্বংস করা হয়।