‘গোপন বৈঠক থেকে’ জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জামায়াতে ইসলামীর ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এ সময় তাঁরা গোপন বৈঠক করছিলেন।
আজ শুক্রবার সকালে সাঘাটা উপজেলার বোনারপাড়ার তেলিয়ান সাহারভিটার গ্রামের একটি মসজিদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে জামায়াতের জেলা আমির আবদুল ওয়ারেস দুদু, সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকও রয়েছেন।
গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ দাবি করেন, ভোরে ওই মসজিদে একদল জামায়াত নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হন। এ সময় পুলিশ মসজিদটি চারদিক ঘিরে ফেলে এবং তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে আরো আছেন রোকন আবদুল গফুর, জাহেদুল ইসলাম, আবদুল হামিদ, নুরে আলম সিদ্দিক, আবু ইমরান, জহুরুল ইসলাম, আজাদুল ইসলাম, নজরুল ইসলাম, আবদুল মালেক, জিল্লুর রহমান, শামসুল হক, আমজাদ হোসেন।
পুলিশের দাবি, জামায়াত নেতারা নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।