জামালপুরে চালককে হত্যা, মোটরসাইকেল ছিনতাই
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মনু মিয়া (৩২) নামে এক মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দেওয়ানগঞ্জ পৌর এলাকার পশ্চিম নয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনু মিয়া ইসলামপুর উপজেলার টঙ্গের আলগা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। মনু মিয়া ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, গতকাল শুক্রবার রাতে জামালপুরের ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ভাড়ায় মনু মিয়ার মোটরসাইকেলে ওঠে। পথে পৌর এলাকার পশ্চিম নয়াপাড়া গ্রামে মনু মিয়াকে গুলি করে হত্যা করে তাঁর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।