সংবিধান ধ্বংস করেছে আ.লীগ : ফখরুল
আওয়ামী লীগ দেশের সংবিধান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিয়ে নিজের বক্তব্যে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, ‘বড় বড় কথা বলে প্রত্যেক দিন। গণতন্ত্রের একমাত্র ধারক ও বাহক হয়ে বসে আছে। কালকে পার্লামেন্টে বহু লেকচার করেছেন। তুলাধোনা করে দিয়েছে বিচার বিভাগকে। সংবিধানের কথা নিয়ে আসে। এই সংবিধান ধ্বংস করেছে কে? আপনারা।’
বিএনপির এই মহাসচিব আরো অভিযোগ করে বলেন, ‘তারা বিশেষ ক্ষমতা আইন দিল। তারা জরুরি অবস্থা ঘোষণা করল। এর পরে যখন তাও সামাল দিতে ব্যর্থ, আওয়ামী লীগের নেতারা-এমপিরা পালিয়ে সব ঢাকা চলে এসেছে। যখন কোনোমতে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা একদলীয় শাসনব্যবস্থা বাকশাল তৈরি করেছে।’