খুলনায় চালু হচ্ছে ভারতীয় সহকারী হাইকমিশন

ভারত সরকার খুব শিগগির খুলনায় একটি সহকারী হাইকমিশন চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। প্রতি বছর বাংলাদেশের ১০০ জন মুক্তিযোদ্ধাকে ভারতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কথাও জানান তিনি।
আজ সোমবার খুলনায় মুক্তিযোদ্ধাদের স্কলারশিপের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন হর্ষবর্ধন। ভারতীয় দূতাবাস ও মুক্তিযোদ্ধা একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, খুলনা একটি গুরুত্বপূর্ণ শহর। তাই এখানে খুব শিগগির একটি সহকারী হাইকমিশন চালু করা হবে। ভারত সাফল্যের সঙ্গে খুলনা-মোংলা রেললাইনের কাজ করছে। এ ছাড়া ভারত-মোংলা বন্দরের উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে হর্ষবর্ধন আরো বলেন, এ বছর ৬০০-এর বেশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের পাঁচটি বিভাগে ৫৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। আজ খুলনা অঞ্চলের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে চেক বিতরণ করা হচ্ছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, এখন থেকে সব মুক্তিযোদ্ধা মাল্টিপল এন্ট্রি সুবিধাসহ পাঁচ বছর মেয়াদি ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ভারতের হাসপাতালে প্রতি বছর ১০০ মুক্তিযোদ্ধা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
হাইকমিশনার বলেন, সম্প্রতি ভারত সফরে গিয়ে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ভারতীয় শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা একাডেমির পরিচালক ড. আবুল আজাদ সভাপতিত্বে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুসসামাদ ও অ্যাডভোকেট এনায়েত আলী।