বিশ্বজুড়ে সরকার তদবির চালাচ্ছে : আনু মুহাম্মদ
নিজ দেশে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার জন্য সরকার বিশ্বজুড়ে তদবির চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদ।
সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন আনু মুহাম্মদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক আরো বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেস্কোসহ কারো আপত্তি নাই, এর চাইতে বড় প্রতারণা আর কিছু হতে পারে না।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সুন্দরবন রক্ষার জন্য আগামী ২২ জুলাই দেশবাসীর কাছে মহাপরিকল্পনা উপস্থাপনসহ ২৫ জুলাই বাগেরহাটের শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত মানববন্ধন ও সভা-সমাবেশের ঘোষণা দেন তিনি।