প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা দেওয়ার চেষ্টা করব

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যোগাযোগ করা হলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘যে আস্থা ও বিশ্বাস নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর এ বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন, আমি তার যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করে যাব।’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি এখন আমার নিজ এলাকা ফরিদপুরে একটি ইফতার মাহফিলে আছি। বিকেলে যখন ইফতার মাহফিলে যোগদান করি তখনই আমি জানতে পারি যে আমাকে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমি এ সংবাদ শুনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছি। সেই সঙ্গে আমি প্রধানমন্ত্রীসহ গোটা দেশবাসীকে মোবারকবাদ জানাই। আমি দেশবাসীর কাছে দোয়া চাই- আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।’
এলজিআরডি মন্ত্রণালয় একটি বিশাল ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আপনাকে এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নির্বাচন করার কী কারণ থাকতে পারে? এমন প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে চলেছি। বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টিসহ বন্ধ হওয়া শ্রমবাজার আবার খুলতে সবার সহযোগিতা নিয়ে কাজ করেছি। আমি সফলও হয়েছি। এ মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে আমি দক্ষতার পরিচয় দিতে পেরেছি। সবার সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রেও আমি সফল হব বলে আশা করছি।’
গত মঙ্গলবার একনেক বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা প্রদান করেন। ওই দিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপনের খসড়া তৈরি করে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। ওই দিন সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী এ প্রস্তাব অনুমোদন করেননি।
ওই দিন শেষ বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আপনাদের দেওয়ার মতো কোনো সংবাদ আমার কাছে নেই। কোনো সংবাদ হলে আপনারা জানতে পারবেন।’
আজ বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সৈয়দ আশরাফুল ইসলামকে এলজিআরডিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়ে ওই পদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি মন্ত্রণালয়ের পাশাপাশি আগের মন্ত্রণালয়ে (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের) অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং সৈয়দ আশরাফুল ইসলাম দপ্তরবিহীন মন্ত্রী থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।