কুড়িগ্রামে অরণ্যের বৃক্ষরোপণ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘অরণ্য’ নামের একটি পরিবেশবাদী সংগঠন।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জানজায়গীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিত মাস্টার, গোলজার মেম্বার, মাহবুবুর রহমান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মিন্টু মিয়া, ওমর ফারুক, জানজায়গীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান হিরা, অরণ্য-এর কার্যকরী সদস্য কমল সরকার, মো. লিটন মিয়া, মির্জা জালাল ও রাশেদুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আসাদুজ্জামান হিরা বলেন, ‘গাছ লাগানো একটা আন্দোলন। আমাদের দেশে বৃক্ষ রোপণের চেয়ে বৃক্ষ নিধন হচ্ছে বেশি। আমাদের সবাইকে এই আন্দোলনের সঙ্গে থেকে একটা সবুজ পৃথিবী গড়ে তোলার জন্য কাজ করতে হবে।’