জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, চলছে ক্ষতি নিরূপণের কাজ
জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। এখন চলছে বন্যা-পরবর্তী পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৩৭ সেন্টিমিটার কমে বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছিল। এখন সেই পানি দ্রুতই নেমে যাচ্ছে।
যমুনার পানি কমতে থাকায় জেলার বিভিন্ন এলাকার বাড়ি-ঘর থেকে পানি নামায় অনেকেই ঘরে ফিরতে শুরু করেছেন।
এদিকে আজ সোমবার জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।
দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. আহমেদ কবির জানান, বন্যাদুর্গত এলাকায় এখন পর্যন্ত ৪৫০ মেট্রিক টন চাল, সাত লাখ ১৫ হাজার নগদ টাকা এবং ছয় হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণতৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিসি।
এ ছাড়া বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গত মানুষদের পুনর্বাসন এবং স্বাস্থ্যসেবার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলে জানান ডিসি।
এদিকে বন্যা-পরবর্তী রাস্তাঘাট, বাড়িঘর, কৃষি, মৎস্যসহ বন্যায় ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিসি।
সংবাদ সম্মেলনে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, সাধারণ সম্পাদক মুকুল রানা ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।