চট্টলা লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম পথে আপলাইনে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকা অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেনের সহকারী স্টেশন মাস্টার মঈনুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনার খবর আখাউড়ায় পাঠানো হয়েছে। সেখান থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে।