কিশোরীকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে হানিফ উদ্দিন (৪২) নামের এক বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন শেরপুরের শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন।
দণ্ডাদেশ পাওয়া হানিফ উদ্দিনের বাড়ি শেরপুর জেলা সদরের চর শেরপুর ইউনিয়নের ধোপাঘাট হদিপাড়া গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুই মেয়ে ও এক ছেলের বাবা হানিফ উদ্দিন বিয়ে করার পর থেকেই শ্বশুরবাড়িতে বাস করে আসছিলেন। ২০১৬ সালের ১৪ অক্টোবর হানিফ ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। ওই দিন বাড়িতে আর কেউ ছিল না। এরপরও ভয়ভীতি দেখিয়ে তিনি আরো কয়েকবার ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ পায়।
পরে মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলার পর নিরাপত্তার কারণে কিশোরীকে আদালতের নির্দেশে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এ বছরের জানুয়ারি মাসে কিশোরী একটি ছেলেসন্তানের জন্ম দেয়। জন্মের তিনদিন পর সন্তানটি মারা যায়।
এদিকে মামলার কয়েকদিন পরেই গ্রেপ্তার হন হানিফ উদ্দিন। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরই ধারাবাহিকতায় মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠায় আদালতে হানিফ উদ্দিনের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।