টাঙ্গাইলে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, সদস্য সংগ্রহ কর্মসূচি পণ্ড

টাঙ্গাইলে জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পণ্ড হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষ হয়।
সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি অনুষ্ঠানে আসার আগে বিএনপির একটি পক্ষ লাঠিসোটা নিয়ে প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন।
সম্প্রতি জেলা বিএনপির কমিটি গঠন করার পর একটি অংশ এ কমিটির বিরোধিতা করে আসছে। একই সঙ্গে তারা নতুন কমিটিকে প্রতিহত করার ঘোষণা দেয়। এর ধারাবাহিকতায় আজ দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, সংঘর্ষ চলাকালে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়।
এদিকে জেলা বিএনপির সভাপতি সামসুল আলম তোফা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সরকারদলীয় লোকজনের সহযোগিতায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। বিএনপির কর্মসূচি পণ্ড করাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য।’