‘ইউএনওকে হয়রানির ঘটনার বিচার হবে’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/07/23/photo-1500824195.jpg)
বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিক সালমনের বিরুদ্ধে মামলা করে তাঁকে পরিকল্পিতভাবে হয়রানি করা হয়েছে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ রোববার রাজশাহীর মোহনপুর উপজেলায় নবনির্বিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেছেন, ‘ইউএনওর হয়রানিটা কোনোমতেই গ্রহণযোগ্য বিষয় নয়। আমরা এর শেষ দেখে ছাড়ব। কারণ, আমার মনে হচ্ছে এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। এর বিচার অবশ্যই হবে।’
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন তিনতলা ভবনটি এলজিইডির তত্ত্বাবধানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। তাই মুক্তিযোদ্ধাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাঁদের সম্মানে আশানুরূপ ভাতা বৃদ্ধিসহ প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে কারা দেশের উন্নয়ন করে, আর কারা উন্নয়নে বাধা দেয়। বিএনপি সরকারও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা মুক্তিযোদ্ধাদের কিছুই দিতে পারেনি। তাই বাংলাদেশের জনগণ আর স্বাধীনতাবিরোধীদের দুঃশাসন চায় না। কারণ জনগণ জানে তারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে। তাদের দিয়ে দেশ ও জাতির কোনো মঙ্গল হবে না।
মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ও জনগণের মুখে হাসি ফোটাতে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, তা বাস্তবায়নে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে তিনি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন ছাড়াও বক্তব্য রাখেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, আবদুল ওয়াদুদ দারা ও বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন কবিরাজ।