চাঁপাইনবাবগঞ্জে জাল রুপিসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া থেকে ভারতীয় জাল রুপিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জাল রুপি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন মেহেদী হাসান ও আবদুস সালাম। তাদের কাছে পাঁচ লাখ ৯০ হাজার রুপি পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গতকাল রোববার রাতে চৌধুরীপাড়া গ্রামের আবদুস সালামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে সালাম ও রংপুরের কোতোয়ালি উপজেলার সেন্ট্রাল রোডের মেহেদী হাসানকে জাল রুপিসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানে সালামের বাড়ি থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক দুজন একটি জাল রুপি তৈরি চক্রের সদস্য। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।