শ্যালিকাকে হত্যা, স্ত্রীকে জখমের পর যুবকের আত্মহত্যা

বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকায় শ্যালিকাকে গলা কেটে হত্যা ও স্ত্রীকে কুপিয়ে জখমের পর আত্মহত্যা করেছেন এক যুবক।
আজ শুক্রবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে (১৮) একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আত্মহত্যাকারী যুবকের নাম সজীব (২২)। তাঁর বাড়ি বরিশালের উজিরপুর এলাকায়। আর নিহত শিশুর নাম সাদিয়া (৪)।
আহত সুমাইয়ার বরাত দিয়ে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম জানান, বিয়ের পর থেকেই সুমাইয়া তাঁর মায়ের বাড়িতে থাকতেন। সজীব তাঁকে বাড়িতে নিতে চেয়েছিলেন। কিন্তু সুমাইয়ার দাবি ছিল, বরিশাল শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে কলহের সৃষ্টি হয়।
গতকাল বৃহস্পতিবার সজীব তাঁর শ্বশুরবাড়িতে যান। বাড়ি যাওয়া নিয়ে সজীব ও সুমাইয়ার মধ্যে রাতে ঝগড়া হয়। একপর্যায়ে সজীব তাঁর স্ত্রীকে কুপিয়ে আহত করেন। এর পর চার বছরের শ্যালিকা সাদিয়াকে গলা কেটে হত্যা করেন। পরে নিজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য সাদিয়া ও সজীবের লাশ মর্গে পাঠানো হয়েছে।