জামালপুরে দুই বোনকে গলা কেটে হত্যা
জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী এলাকায় নিজ বাড়িতে সহোদর দুই বোনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার সকালে শয়নকক্ষ থেকে দুই সহোদরের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দুজন হলো সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. শামীমের দুই মেয়ে স্কুলছাত্রী ভাবনা (১৫) ও রুবনা (১০)। তাদের মধ্যে ভাবনা স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। আর রুবনা পড়ত তৃতীয় শ্রেণিতে।
জামালপুর সদর থানার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মহব্বত আলী এনটিভি অনলাইনকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে ওই দুই কিশোরীর লাশ উদ্ধার করে। তবে কখন, কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক প্রয়োজনে দুই মেয়েকে বাড়ি রেখে তাদের মা তাছলিমা বেগম মঙ্গলবার জামালপুর শহরে বাবার বাড়িতে গিয়েছিলেন। রাতে দুই বোন ছাড়া বাড়িতে আর কেউ ছিল না।