রাতে বাড়িতে একাকী দুই বোন, সকালে গলাকাটা লাশ উদ্ধার
জামালপুর সদর উপজেলায় নিজ বাড়ি থেকে ভাবনা(১৫) ও রুবনা(১০) নামের দুই বোনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামে বাড়ির শয়নকক্ষ থেকে ওই দুই বোনের লাশ উদ্ধার করা হয়।
নিহত ভাবনা পুগলাই রহিমা কাজিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও ছোটবোন রুবনা হাসিল মতিউর রহমান একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্রী। তাদের বাবা মো. শামীম মালয়েশিয়া প্রবাসী।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার দুই মেয়েকে বাড়িতে রেখে মা তাছলিমা বেগম জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকায় বাবার বাড়িতে গিয়েছিলেন। রাতে দুই বোন ছাড়া বাড়িতে আর কেউ ছিলনা। বুধবার সকালে নিজ ঘরে দুই বোনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় পুলিশ ওয়ারেছ আলী নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ওয়ারেছ নিহত দুই বোনের বাবা শামীমের চাচা । লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মহব্বত আলী এনটিভি অনলাইনকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে ওই দুই কিশোরীর লাশ উদ্ধার করে। তবে কখন, কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে ঘটনার পর জামালপুরের পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘পারিবারিক কলহের কারণে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। আশা করছি খুব শিগগিরই এই হত্যার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেপ্তার করা যাবে।’