৫৭ ধারা বাতিলের দাবিতে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল এবং এই মামলায় জেল থেকে মুক্তি পাওয়া সাংবাদিক আবদুল লতিফ মোড়লের মামলা প্রত্যাহারের দাবিতে খুলনায় মানববন্ধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পরিবার।
দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নাগরিক সমাজের নেতা ড. কুদরত-এ খুদা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সদ্য কারামুক্ত দৈনিক প্রবাহর ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি আবদুল লতিফ সরদার, সাংবাদিক নেতা আলহাজ আবু তৈয়ব মুন্সী, রাশিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন থেকে দ্রুত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করার দাবি জানানো হয়।
এফসিডিআই প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গত ২৯ জুলাই শনিবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় দুস্থদের মধ্যে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করেন। সেই ছাগলগুলোর একটি রাতেই মারা যায়।
পরদিন ৩০ জুলাই একটি অনলাইন গণমাধ্যম ‘প্রতিমন্ত্রীর সকালে দেওয়া ছাগল রাতে মৃত্যু’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। খবরে প্রতিমন্ত্রীর একটি ছবি ছিল। ওই সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক আবদুল লতিফ মোড়ল। আর শেয়ার করার সময় তিনি টাইমলাইনে লেখেন, ‘খুলনার ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের দায়িত্বহীনতা…’।
এই ঘটনায় পরদিন ৩১ জুলাই আবদুল লতিফ মোড়লের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ডুমুরিয়া থানায় মামলা করেন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর ঘনিষ্ঠ বলে পরিচিত যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন-এর ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি সুব্রত কুমার ফৌজদার। ৩১ জুলাই গভীর রাতে ডুমুরিয়া থানার পুলিশ সাংবাদিক লতিফ মোড়লকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল বুধবার খুলনার আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বিকেলে কারাগার থেকে মুক্তি পান তিনি।