তুফান ও মার্জিয়া আবার রিমান্ডে

বগুড়ায় ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি তুফান সরকার ও নারী কাউন্সিলর মার্জিয়া আকতারকে আবার রিমান্ডে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার উভয়ের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার আসামি তুফান সরকার, তাঁর স্ত্রী আশা সরকারের বোন মার্জিয়া আকতার ও মুন্নাকে জেলা বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।
বগুড়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ১-এ তুফান ও মার্জিয়ার পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
পরে দুই পক্ষের শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবীব তুফান সরকার ও মার্জিয়া আকতার রুমকিকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয় দফায় তাঁদের রিমান্ডে পাঠানো হয়েছে। এ সময় আসামি পক্ষের আইনজীবী মান্নাফ তাঁদের জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
এ ছাড়া অপর আসামি মুন্নার ১৬৪ ধারায় জবানবন্দি সম্পন্ন হয়। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এজাহারভুক্ত আসামি শিমুল পালাতক। তাঁকেও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান আবুল কালাম আজাদ।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার সদর-সার্কেল সনাতন চক্রবর্তী জানান, বগুড়ায় ধর্ষণের শিকার ছাত্রী সোনালির মেডিকেল ও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন ও ধর্ষণের আলামত পাওয়া গেছে।
আদালতের নির্দেশে গত ১ আগস্ট মেয়েটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হলে বিভাগের প্রধান অধ্যাপক কে এম সাইফুল ইসলামকে প্রধান করে গঠিত টিম তার পরীক্ষা সম্পন্ন করে।