পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি

সিলেটে নির্যাতনের মাধ্যমে সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর পরই রাজনের বাবা শেখ আজিজুর রহমান ও তার স্বজনরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রুকন উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটিতে অন্য সদস্যরা হচ্ছেন মহানগর পুলিশের উপকমিশনার মুশফেকুর রহমান ও (দক্ষিণ) জেদান আল মুসা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী তিন দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে।
মো. রহমত উল্লাহ আরো জানান, সামিউল হত্যাকাণ্ডের পর তার বাবা ও স্বজনরা থানায় মামলা করতে গেলে নগরীর জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ও উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম তাঁদের সাথে দুর্ব্যবহার করেন এবং প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে বলে জানান তিনি।