বরিশালে জামায়াতের নায়েবে আমিরসহ গ্রেপ্তার তিন

বরিশাল মহানগর জামায়াতে ইসলামির নায়েবে আমিরসহ তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে নগরীর আমতলা মোড় থেকে এই তিন নেতাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন - বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল মহানগর শাখার নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারি জহির উদ্দিন বাবর ও জামায়াতকর্মী সাইদুর রহমান কাঞ্চন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পরিদর্শক (সেকেন্ড অফিসার) সত্যরঞ্জন খাসকেল জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তারের পর আজই আদালতে সোপর্দ করা হয়।