ছাত্রদল নেতা হত্যা মামলায় কনস্টেবলসহ রিমান্ডে ৩

খুলনা বিএল কলেজের ছাত্রদল নেতা হত্যা মামলায় পুলিশ কনস্টেবলসহ তিনজনকে রিমান্ড পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিরুল ইসলাম এ আদেশ দেন।
খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শুনানি শেষে পুলিশ কনস্টেবল গোলাম মোস্তফা বিপ্লবকে দুদিন এবং শহীদুল ও এনামুল হককে জিজ্ঞাসবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পিবিআই জানায়, তিনজনকে খুলনায় পিবিআই কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ কনস্টেবল বিপ্লব ২০ জুন রাতে ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফয়সাল শিপলু মোল্লা হত্যার দিন একই থানা এলাকার আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তবে ঘটনার সময় তিনি তাঁর বাড়ি দেয়ানাতে ছিলেন। একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষীর কথায় কনস্টেবল জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। এরই ভিত্তিতে মামলার এজাহারে কনস্টেবলকে আসামি করা হয়েছে।