বরিশালে খাটের নিচে শিশুর লাশ, দুজন আটক

বরিশাল নগরের পলাশপুর এলাকায় এক শিশুর (৪) লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
আজ মঙ্গলবার বেলা ৪টার দিকে পলাশপুরে ১ নম্বর গুচ্ছগ্রামের একটি দ্বিতল টিনশেড বাড়ির ওপর তলার খাটের নিচে লাশটি পায় পুলিশ।
নিহত শিশুটির নাম মো. আল আমিন। সে এলাকার দিনমজুর মো. সুজন হাওলাদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশু আল আমিনের চাচি আলমতাজ বেগম এবং এক ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, আল আমিন গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে পাশের খেলার মাঠে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা মো. সুজন হাওলাদার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর দুপুরে আল আমিনের চাচা মান্না সুমনের টিনশেড দোতলা ঘরের নিচতলার ভাড়াটিয়ার রান্নাঘরে গিয়ে দোতলা থেকে রক্ত পড়তে দেখেন। এ সময় তিনি বাড়ির মালিকের স্ত্রী ও নিখোঁজ আল আমিনের চাচি আলমতাজ বেগম এবং প্রতিবেশীদের নিয়ে দোতলায় যান। সেখানে খাটের নিচে রাখা লাকড়ি সরিয়ে আল আমিনের মরদেহ দেখতে পান তাঁরা। তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে বেলা ৪টায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, শিশুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তে সবকিছু স্পষ্ট হবে।