১৬ ঘণ্টা পর বরিশালে বাস ধর্মঘট স্থগিত

টানা ১৬ ঘণ্টা বরিশাল বিভাগের ৩৮ রুটে বাস ধর্মঘটের পর প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করেছে বরিশাল-পটুয়াখালী বাস/মিনিবাস মালিক সমিতি।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সঙ্গে বাস মালিক-শ্রমিকদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান।
বরিশাল-পটুয়াখালী বাস/মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন এনটিভি অনলাইনকে বলেন, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে মহাসড়কে থ্রি হুইলার যান বন্ধ এবং সমিতির সভাপতি নজরুল ইসলাম খানের ওপর হামলার ঘটনায় বিচারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই ধর্মঘট স্থগিত করা হয়েছে।
দুই দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় কমিটির আহ্বানে রাত ১০টা পর্যন্ত এ ধর্মঘটে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা।