জনপ্রশাসনের দায়িত্বে সৈয়দ আশরাফ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/16/photo-1437040929.jpg)
‘দপ্তরবিহীন’ হওয়ার সাতদিনের মাথায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। urgentPhoto
গত ৯ জুলাই বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়ে ওই পদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এরপরই ধীরে ধীরে সৈয়দ আশরাফকে ‘দপ্তরবিহীন’ করার বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়ায় রাজনৈতিক মহলে। যদিও দলের একটি সূত্র মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। এরপর গত শনিবার লন্ডনে অবস্থানরত শেখ রেহানাও সৈয়দ আশরাফকে ফোন করেন এবং তাঁর খোঁজ-খবর নেন।
আশরাফ-ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘দপ্তরবিহীন’ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদককে ডেকে কয়েক দফা কথা বলেন।