আশরাফ দলে জনপ্রিয় : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের দলে বেশ জনপ্রিয় নেতা। তিনিই দলের সাধারণ সম্পাদক পদে থাকছেন। এ পদে কোনো পরিবর্তন হচ্ছে না।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের সঙ্গে বৈঠক করনে অর্থমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
সৈয়দ আশরাফুল ইসলাম সম্পর্কে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি তাঁর বাসায় গিয়েছিলাম। তিনি বেশ হাসিখুশি। আমি তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছি। আমি তাঁকে দলের ব্যাপারে বেশ আন্তরিক দেখেছি।’
এ সময় তাঁকে উপপ্রধানমন্ত্রী করার ব্যাপারে দলে কোনো আলোচনা হয়নি বলেও জানান অর্থমন্ত্রী।