সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদের জামাত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়ার একটি মাদ্রাসায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় এই জামাতে অংশ নেয় শতাধিক মুসল্লি। তাঁদের মতে, পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে রোজা ও ঈদ করার নিয়ম রয়েছে।
আজ সকাল থেকেই ফতুল্লার লামাপাড়া মোমতাজিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মুসল্লিরা সমবেত হতে থাকেন। তাঁরা আসেন রাজধানীর পুরান ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর, সোনারগাঁও এবং মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে। শতাধিক মুসল্লি একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মিষ্টান্ন খেয়ে রোজার সমাপ্তি টানেন।