সমুদ্রে নেমে দুই রাখাইন তরুণের মৃত্যু, নিখোঁজ ৩

রাখাইন সম্প্রদায়ের বর্ষা উৎসবে কক্সবাজার সমুদ্রে ডুবে দুই রাখাইন তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন নিখোঁজ আছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন ইমন চৌধুরী ও মম সেন। এর মধ্যে ইমন ঢাকার রাজউক মডেল কলেজের ছাত্র।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, রাখাইন সম্প্রদায়ের বর্ষা উৎসব উপলক্ষে বিকেলে তরুণ-তরুণীরা সাগরে স্নান করতে নামে। এ সময় ইমন ও মম সেন পানিতে ডুবে মারা যান। এখনো নিখোঁজ রয়েছে তিনজন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
রবি লাইফ গার্ডের ইনচার্জ সৈয়দ নুর এনটিভি অনলাইনকে বলেন, উত্তাল সাগরে তারা ঢেউয়ের ধাক্কায় পানিতে তলিয়ে যায়।