খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনা, দুই কলেজছাত্র নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার রূপসা সেতু সড়কের সুরিখালী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওই দুই ছাত্র একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।
নিহতদের নাম ফাহিম আক্তার (২০) ও আকাশ (২২)। উভয়ই খুলনা পাবলিক কলেজের ছাত্র। ফাহিমের বাবা ইউসুফ আলী একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। অন্যদিকে আকাশের বাবা নজরুল ইসলাম খুলনা মহানগর পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই)।
লবণচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই মোটরসাইকেল চালাচ্ছিলেন আকাশ। পেছনে বসা ছিলেন ফাহিম। খুব দ্রুত গতিতে মোটরসাইকেলটি চলছিল। এক সময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই ট্রাকের সঙ্গেই ধাক্কা লাগে মোটরসাইকেলটি। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে উভয়েই মারাত্বকভাবে আহত হন।
পরে উভয়কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
ওসি শফিকুল জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুইজনের মৃতদেহ পরিবারের কাছে দাফনের জন্য দেওয়া হয়েছে।